Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে সরল ইউনিয়ন

পটভূমি: কালের সাক্ষী বহনকারী পশ্চিমে বঙ্গোপসাগর, পূর্বে প্রাকৃতিক ভাবে সৃষ্ট মনোমুগ্ধকর সবুজ বেষ্টনী পাহাড় এবং ইউনিয়নের বুকচিরে বয়ে যাওয়া চট্টগ্রামেরর মোঘল ফৌজদার জুলকদর খান কতৃক খননকৃত এবং তাহারই নামে খ্যাত জলকদর খালের উভয় পাড়ে গড়ে ওঠা অঞ্চল হচ্ছে বার আউলিয়ার পন্যভূমি হিসেবে খ্যাত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন।কালের পরিক্রমায় এটি একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করে।ভাষা,শিক্ষা-সংস্কৃতি,কৃষি,লবন শিল্প,মৎস্য চাষ,ধর্মীয় অনুষ্ঠান, খেলা-ধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। 

নামকরন ও ইতিহাসঃ ধারনা করা হয় ১৭২১ সালের দিকে মরতুজ শাহ ও হাসান শাহ নামের দু' জন ধর্মপ্রাণ ব্যক্তি আত্মীয়-স্বজন সহ এখানে বসতি স্হাপন করেন।পরবর্তীতে শহর কুতুব আমানত শাহ রহ.কতৃক তাদের এখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেন।কিন্তু  তারা  ধর্মপ্রাণ ও সহজ-সরল মানুষের পরিচয় দিয়ে এখানে অর্থাৎ  সরল ইউনিয়নে থাকতে হুজুর সমীপে আরজ করেন। ফলে তাদেরকে এখানে থাকতে দেওয়া হয়।তাদের ধর্মপরায়নতা,সহজ-সরল আচার আচরনে মানুষ মুগ্ধ হয়। এক পর্যায়ে তাদের স্মৃতি রক্ষার্থে এ এলাকার নাম সরল রাখা হয়।

মানচিত্র ঃ

ভূমিকা   : বিবরন    -    নাম     -    কোড নং

           ১। দেশ        - বাংলাদেশ     -      

           ২। বিভাগ    - চট্টগ্রাম       ২০ 

           ৩। জেলা     - চট্টগ্রাম       ১৫ 

           ৪। আর এম ও - গ্রাম        ১

           ৫। উপজেলা    - বাঁশখালী  ০৮ 

           ৬। ইউনিয়ন    - সরল      ৮২

           ৭। এলজিইডি -   ---      ৪১৫০৮৮২

  • সরল
  • কাহারঘোনা
  •  মিনজিরিতলা
  •  জালিয়াঘাটা
  •  পিরাং
  • জঙ্গল পিরাং

 1. নাম- ৬ষ্ঠ সরল ইউনিয়ন পরিষদ

2. এলাকা 6499 একর (30.35 বর্গ কিমি)

3. জনসংখ্যা - প্রায় 37304 জন।

4. গ্রামের সংখ্যা - 6 টি

5. মৌজার সংখ্যা - 6 টি

. হাটবাজার- ৪টি

. যোগাযোগের মাধ্যম- সিএনজি ও রিকশা

. শহরের মানুষের মধ্যে শিক্ষার হার - 47%

      সরকারি প্রাথমিক বিদ্যালয়- ১০টি

      মাধ্যমিক বিদ্যালয়- ১টি

      জুনিয়ার মাধ্যিক বিদ্যালয়- ২টি

      দাখিল মাদ্রাসা- ৩ টি

      ইবতেদায়ী মাদ্রাসা -০৬ টি

     কেজি স্কুল -০৪ টি

৯। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি- জন আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী 

১০। সদস্য

ক) সদস্য-১৩ জন।

খ) অন্যান্য অন্যান্য-১ জন।

গ) সংযুক্ত তথ্য উদ্যোক্তা- ২ জন।

ঘ) দফাদার, গ্রাম পুলিশ- ১০ জন।

ঙ) ঐক্য টেক্সকারীকারী- ১ জন।

৯। কৃষক পরিবার সংখ্যা- ৬,৭৭৮ জন। 

অবস্থান ও সীমানা

বাঁশলী অংশ মধ্য সরল ঐক্যের অবস্থান। সদর থেকে এগুলির দূরত্ব উপজেলা প্রায় ৭ প্রশ্ন। এ ইউনিয়নের উত্তরে কাথরিয়া ইউনিয়নবৈলছড়ি ঐক্য ; পূর্বে সাতকানিয়া দক্ষিণ মাদারশা  ইউনিয়ন , সোনাকানিয়া ইউনিয়নবাঁশখালী পৌরসভা ; দক্ষিণে বাঁশলী পৌরসভা , শিলকূপ ইউনিয়নগাণ্ডামারা ইউনিয়ন এবং পশ্চিমে বঙ্গোপসাগর সদস্য। 

যোগাযোগ ব্যবস্থা

সরল ইউনিয়নের যোগাযোগের প্রধান সড়ক হল জলদী-সরল সড়ক। যোগাযোগের মাধ্যম হল সিএনজি চালিত অটোরিকশা।

খাল ও নদী

সরল ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে জলকাদার খাল।

ব্যক্তিত্ব অর্জন করেছেন

সরল ইউনিয়ন চট্টগ্রামের  লোক-কাহিনীর নায়িকা-চরিত্র মনু মিয়া-মালকা বানুর মালেকা বানুর জন্মস্থান । এ ইউনিয়নে মালেকা বানু দীঘি ও মসজিদ এখনো বিদ্যমান।